আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর পলোয়ানপাড়া, মিরেরহাট, কালীতল ও খোসল মুহুরীপাড়ায় গণসংযোগ শেষে বিকালে মহানগর এলাকায় মহিলা সম্মেলন ও ছাত্রশিবিরের কর্মী সভা পরর্বতীতে পশ্চিম বাকখালী মধ্যেরধারী গ্রামে পথ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল করিম আরমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আইনুল করিম আরাফাত এর সঞ্চালনায় উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
প্রধান অতিথি আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, সুস্থ সুন্দর পরিবেশে এবার দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪ বছরে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়ন দৃশ্যমান নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করবে ন্যায়ের ভিত্তিতে। দেশে কোন সংঘাত, হানাহানি, মারামারি, লুটপাট এর মত কোন ঘটনা আর ঘটবে না। আর আমাকে যদি আপনারা সুযোগ দেন তাহলে একটি সুন্দর, উন্নত, সন্ত্রাস ও মাদকমুক্ত সীতাকুণ্ড গড়ে তুলব ইনশাআল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন, সাবেক জেলা সভাপতি (শিবির) এড. হোসাইন মোহাম্মদ আশরাফ, সাবেক জেলা সভাপতি (শিবির) সাজিদ চৌধুরী, বায়তুল মাল সম্পাদক ইকবাল হোসাইন, প্রকাশনা সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক আরিফ ভূঁইয়া, কাজী খাইরুল আলম, ওয়ার্ড সেক্রেটারী মাওলানা আলী আকবর, সহ-সভাপতি নুরুজ্জামান, সহ-সেক্রেটারী ইঞ্জিনিয়ার জাহিদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশরাফসহ প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















