চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক যুব সংগঠন অদম্য যুব সংঘ আয়োজিত ব্যতিক্রমধর্মী বৃত্তি প্রতিযোগিতা “অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা-২০২৫” এর ৭ম আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার প্রায় ৪০টি বিদ্যালয়ের ৬৭ জন সেরা শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সভাপতি রহিম উদ্দিন, স্বপ্নের খৈয়াছড়ার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হোসেন, অদম্য ২০০৫ এর হোসেন ইমাম। এছাড়া অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক তারিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিশান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ উদ্দিন রনি, দুর্যোগ মোকাবিলা সম্পাদক মাইনুল হোসেন, সদস্য আরিফ হোসেন ও সমাজকর্মী আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন, “অদম্য সেরাদের সেরা এখন মিরসরাইয়ের অন্যতম পরিচিত ও কাঙ্ক্ষিত প্রতিযোগিতা। সপ্তম আসরের এই বাছাইপর্বে অংশ নিয়েছে উপজেলার সেরা শিক্ষার্থীরা। এখান থেকে শীর্ষ ২০ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে এবং শেষ পর্যন্ত মীরসরাইয়ের ‘মাধ্যমিক আইডল’ ঘোষণা করা হবে।”
প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি রহিম উদ্দিন বলেন, “অদম্য যুব সংঘ ধারাবাহিকভাবে যে মানসম্মত আয়োজন করে আসছে, তা শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতার মানসিকতা ও নেতৃত্ব–গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সপ্তম আসর শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মানের দিক থেকে আরও সমৃদ্ধ হয়েছে।”
মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, “বিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ, পরিশ্রম ও ভবিষ্যৎ স্বপ্নকে শক্ত ভিত্তি দিতে অদম্য যুব সংঘের এই আয়োজন প্রশংসনীয়। সপ্তম আসরের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।”
আয়োজকরা জানান, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর শীর্ষ প্রতিযোগীদের ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরে ঘোষণা করা হবে সপ্তম আসরের মিরসরাই এর আইডল।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















