জুলাই আন্দোলনে ছাত্রজনতার হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে ডি.টি রোড প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ডাঃ কমল কদর এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, সদস্য বখতিয়ার উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহাবুদ্দিন রাজু, পৌর যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়া উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, মোস্তাফিজুর রহমান হিরু, বিএনপি নেতা শহিদুল্লাহ ভূঁইয়া, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মহসিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















