হাটহাজারী পৌরসভা এলাকা থেকে নাম পরিচয় বিহীন আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে ওই বৃদ্ধকে উল্লেখিত স্থানে অসুস্থাবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দুপুরের দিকে তিনার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারনা লোকটি কাজের সন্ধানে অন্য কোনো জেলা থেকে হাটহাজারীতে এসে থাকতে পারে।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া রবিবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা স্বাভাবিক মৃত্যু। তবে এখনো উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তে পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















