চট্টগ্রাম 9:00 pm, Thursday, 20 November 2025

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা

রাঙ্গুনিয়ায় কেএমআর, কেবিএম ও এসএবি নামে তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা তিনটির চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বেতাগী বানিয়াখোলা ও উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারগাঁও এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা গ্রামের মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর), একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারঁগাও এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, রাঙ্গুনীয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া স্টেশনের সদস্যগন। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে- ডেএজি এডভোকেট সাইফুর রহমান

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা

Update Time : 07:37:07 pm, Thursday, 20 November 2025

রাঙ্গুনিয়ায় কেএমআর, কেবিএম ও এসএবি নামে তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা তিনটির চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বেতাগী বানিয়াখোলা ও উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারগাঁও এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা গ্রামের মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর), একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারঁগাও এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, রাঙ্গুনীয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া স্টেশনের সদস্যগন। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।