চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মিরসরাই পৌরসভার শীলপাড়ার শীতলা মন্দির অঙ্গনে সকাল ১০ থেকে দিনব্যাপী গীতাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে হিন্দু, বোদ্ধ, খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের মিরসরাই উপজেলার সদস্য সচিব সুমন শর্মার সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই পৌরসভা সভাপতি শংকর শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এ জেড এম রফিকুল ইসলাম পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সজল শীল, সমাজসেবক রাজীব সিংহ, উৎসব পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শীবু শীল,শিক্ষক মনিন্দ্র কুমার নাথ ও প্রফুল্ল কুমার নাথ, ডা: মানিক চন্দ্র দাশ, উৎসব পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা: রণজিৎ শর্মা, এডভোকেট উত্তম কুমার নাথসহ প্রমুখ।
বক্তারা বলেন, অশুভ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। বিশ্বজনীন শান্তি, বিশ্বমানবতার মহাস্বস্তি, সর্বভূতের অশেষ কল্যাণে সকলের সহমর্মিতাকে সম্বল করে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মৈত্রী ভাবনায় সকল শুভ শক্তির সম্মিলিত প্রচেষ্ঠায় পৃথিবীতে শান্তি ফিরিয়ে আসবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















