বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে চট্টগ্রাম – ১ মীরসরাইয়ের অন্তর্গত মীরসরাই পৌরসভার ৪টি কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
সোমবার(২৪নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই কর্তৃক চট্টগ্রাম – ১ মীরসরাই আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান।
এসময় উক্ত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনে যারাই বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছে সকলেই যেন চারিদিকে চোখকান খোলা রেখে মিলেমিশে বুদ্ধিমত্তার সাথে কাজগুলো সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করে। এক্ষেত্রে এলোমেলো বিক্ষিপ্ত কাজ না করে নির্বাচনী কৌশল ও কর্ম নির্ধারন করে সে অনুযায়ী কর্ম সম্পাদনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের সাথে মিশে, তাদের বিপদে-আপদে সাড়া দিয়ে তাদের হৃদয় জয় করার মাধ্যমে আমাদের ভোট গুলো নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল কবীর এর সভাপতিত্বে এবং মীরসরাই পৌরসভার আমীর মাও. শিহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সহ সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৪টি কেন্দ্রের কেন্দ্র পরিচালক, কেন্দ্র সচিব, প্রধান এজেন্ট ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















