দেশী জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সাসনে রেখে হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল বর্ণাট্য র্্যালী, মেলা, আলোচনা সভা ও সনদ পত্র বিতরনের আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুজন কানুনগো। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা একরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডা.প্রবীর কুমার দেব।
ডা. রেবেকা সুলতানা স্বপ্না খন্দকার ও উপসহকারী কমিউনিটি প্রাণী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদকর্মী বোরহান উদ্দিন ও খামারী মোহাম্মদ ইউসুফ। শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে মো.জামশেদ, রনজিৎ কুমার নাথ। অনুষ্ঠানে খামারীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। প্রানী সম্পদ প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন প্রাণী, প্রাণীজ ঔষধ স্টল, দুগ্ধজাত খাবারের স্টল স্থাপন করা হয়।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 


















