রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে আবারও ২ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘাটচেক এলাকায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ রেজাউল করিম।
ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমাদের মূল লক্ষ্য রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ কার্যক্রম কেবল আজ নয়, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।”
এর আগে তিনি ইছাখালীস্থ নুরজাহান ক্লাবের দ্বিতীয় তলায় দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করেন। বিকেলে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগসহ একাধিক জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















