চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র থেকে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি রক্ষার দাবীতে প্রতিবাদ, অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর পিচের মাথা এলাকায় এ মানববন্ধন করেছে কৃষক ও এলাকাবাসী। মানববন্ধন পরবর্তীতে এটি বন্ধ করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি দিবেন বলে জানান কৃষকরা।
এসময় কৃষকরা বলেন, প্যাসিফিক জিন্স এখানে জমি কিনছে তিন ভাগের এক ভাগ। এখন তারা যদি তাদের ক্রয়কৃত জমিতে বালু ফেলে তাহলে পাশে যে আরও অবিক্রিত প্রায় ৩০০ একর জমি রয়ে গেছে। তাহলে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা প্রায় ৩০০ থেকে ৪০০ জন কৃষক আছি। একেক জন কৃষক ৫ থেকে ৬ লাখ টাকা এই সব জমিতে বিনিয়োগ করেছি। একটি জমিতেও এখনো ফল আসেনি। এ মূহুর্তে জমি ভরাট হলে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে যাব।
প্রসঙ্গত, পশ্চিম সৈয়দপুর এলাকায় পূর্বে থেকে ক্রয় করা কর্পোরেট কোম্পানী ফ্যাসিফিক জিন্সের ৯২ একর জমিতে বালু ভরাটের উদ্দেশ্যে গত ২৩ নভেম্বর একটি দল বিলের ধারে গাছ কেটে ফেলে এবং কৃষকদের সাত দিনের মধ্যে টমেটো, শিম, লাউসহ সব ফসল তুলে নিতে নির্দেশ দেয়। কৃষকরা জানায়, তাদের কোনো ক্ষেতেই এখনো ফল আসেনি। এত অল্প সময়ে ফসল তোলা সম্ভব নয়। তারা ফেব্রুয়ারী-মার্চ পর্যন্ত সময় চেয়েছেন। কিন্তু এতে কর্ণপাত না করে তার একদিন পর ২৪ নভেম্বর সকাল থেকে বালু ফেলার প্রক্রিয়া শুরু করে। এ সময় কৃষিজমিতে বালু ভরাটকে কেন্দ্র করে উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় ফ্যাসিফিক জিন্সের পক্ষে আসা ২০ থেকে ৩০ জনের একটি দলকে ধাওয়া করেছেন স্থানীয় কৃষকরা। মসজিদের মাইকে কৃষিজমি রক্ষার ডাক দিলে শত শত কৃষক ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে প্রতিরোধ করে। এসময় কৃষকদের বাধার মুখে তারা ২টি রামদা, হকস্টিক, লোহার রড ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















