চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক) আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন টানা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই কখনো বাঁশবাড়িয়ার গ্রাম, কখনো পাড়া–মহল্লা, কখনো বাজারপাড়া—যেখানেই মানুষ আছে, সেখানেই তিনি উপস্থিত।
আজ ২৭ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডজুড়ে গণসংযোগ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন, আর বদলের প্রত্যাশা নিয়ে কথাবার্তা চালান।
বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে সারাদিন মাঠে ছিলেন। এলাকাজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি আর সাধারণ মানুষের আগ্রহ পুরো পরিবেশকে সরব করে তুলেছে।
গণসংযোগ চলাকালে মানুষের মুখে উঠে আসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম, কর্মসংস্থানের অভাব, নিরাপত্তাহীনতা, কৃষক–জেলে–শ্রমিকদের দীর্ঘদিনের দুর্দশা।
কাজী সালাউদ্দিন তাদের মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন,
“ এই এলাকার উন্নয়ন, ন্যায্য অধিকার আর ভরসার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি মাঠে আছি।”
স্থানীয় নেতারা বলছেন, বছরের পর বছর অবহেলিত এলাকাগুলোতে এবার মানুষের সাড়া আলাদা। কেউ শুধু নেতাকে দেখার জন্য নয়, নিজের কথা বলার জন্য এগিয়ে আসছে। দলের এক যুবদল নেতা মন্তব্য করেন,
“মানুষ এবার শুধু হাত নাড়ছে না, নিজের কণ্ঠও তুলছে। এটা বড় পরিবর্তন।”
আজকের গণসংযোগে ইউনিয়ন বিএনপি, যুবদল, প্রমির দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এলাকাজুড়ে ব্যানার, লিফলেট আর হ্যান্ড মাইক প্রচারণা মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
দিনশেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন জানান,
“এই এলাকার রাস্তা, ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, জীবনমান—সবকিছুতেই নতুনভাবে কাজ প্রয়োজন। মানুষ পরিবর্তন চায়, নিজের প্রতিনিধি চায়। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”
আগামী কয়েক দিন বাঁশবাড়িয়ার অন্যান্য গ্রামেও ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাবেন তিনি ও তার দল।
প্রেস বিজ্ঞপ্তি 


















