জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র থেকে বহিষ্কার করা বিএনপি নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়ার সদস্য পদটি পুনরায় ফিরিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়া কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে উদয় কুসুম বড়ুয়ার প্রাথমিক সদস্য পদটি ফিরিয়ে দেওয়া হয় এবং শুক্রবার ২৮ নভেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। #
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















