চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের নির্বাচনী পদযাত্রা রাহাতিয়া দরবার শরীফে জিয়ারতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ২টায় ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফে জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগের সূচনা করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উদ্বোধন করেন রাহাতিয়া দরবারের শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী।
গণসংযোগে অংশ নেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আল-কাদেরী, সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছান, সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আক্তার হোসেন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ করিম শাহ নঈমী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আলম নঈমী, কাজী মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ কোরবান আলী নূরী, প্রচার সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেনসহ আরও অনেকে। এছাড়া যুবসেনা ও ছাত্রসেনার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দরবার শরীফ জিয়ারত শেষে গণসংযোগকারীরা পূর্ব সৈয়দবাড়ি এলাকা, কাপ্তাই সড়কের হরিণ গেইট, রাঙ্গুনিয়া থানা সদর, ঘাটচেক ও রোয়াজারহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
গণসংযোগে এডভোকেট ইকবাল হাছান বলেন,
“রাহাতিয়া দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে আমাদের গণসংযোগ শুরু হলো। এই দরবারের আলো বহু অঞ্চলে ইসলামের সঠিক আকিদার বার্তা ছড়িয়েছে। সেখান থেকেই মোমবাতির আলো জ্বালাবার প্রত্যয় নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে মোমবাতির প্রতীক স্থান করে নিয়েছে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন,।“অনেকে প্রশ্ন করেন— আমাদের ব্যানার-পোস্টার নেই কেন? কারণ আমি বিশ্বাস করি মোমবাতির প্রতীক মানুষের হৃদয়েই জায়গা করে নিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও সমৃদ্ধ রাঙ্গুনিয়া গড়াই আমাদের লক্ষ্য।”
গণসংযোগে সাধারণ মানুষের উপস্থিতি ও আন্তরিকতা নির্বাচনী মাঠে উৎসাহ যোগাবে বলে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















