হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ওই ওয়ার্ডের মরহুম মফিজ চেয়ারম্যান এর বাড়িতে ওয়ার্ড বিএনপির সভাপতি একে খান এর সভাপতিত্বে প্রবাসী বিএনপি পরিবারের আর্থিক সহায়তায় উঠান বৈঠকটি জনসভায় রূপান্তরিত হয়।
বিএনপি নেতা দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। এতে প্রধান বক্তা ছিলেন মেখল বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসমাইল।
এতে উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান, মেখল বিএনপির সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সৈয়দ মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মুন্না, জসিম উদ্দিন, মেখল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল আলম, বিএনপি নেতা মো. শহীদ বাবর, মো.শামসুর রহমান বাবুসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 








