বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রঘোনায় উঠান বৈঠক শেষে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ডাঃ করিম বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামের এক সাহসী প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের হৃদয়ের দাবির জায়গা থেকে উঠে এসেছে। আমি ব্যক্তিগতভাবে তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি জনগণের ভালোর জন্য রাজনীতিতে এসেছি। মানুষের দুঃখ–কষ্ট লাঘব করা আমার দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই চাই, দেশের একজন জাতীয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তিনি সুস্থ থাকলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।””
এসময় স্থানীয় জনগণও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাতে অংশ নেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








