চট্টগ্রাম 10:55 pm, Wednesday, 3 December 2025

রাঙ্গুনিয়ায় ইসলামিক ফ্রন্ট প্রার্থী’র মতবিনিময় সভা- ‘বৃহত্তর সুন্নী জোট’র মনোনয়ন প্রত্যাশী আহমদ রেজা

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এম আহমদ রেজা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার একটি রেস্টুরেন্টে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)—এর সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে। জোটগতভাবে এখনো রাঙ্গুনিয়ায় মনোনয়ন দেয়া হয়নি। এম আহমদ রেজা নিজে জোটের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে, যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করবেন বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। গত দেড় দশকের জাতীয় নির্বাচনগুলো বিতর্কিত ছিল দাবি করে তিনি বলেন, জনগণ এবার একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চাইছে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে রাজনৈতিক অস্থিরতা, মাজার-খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, কবর জ্বালিয়ে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এসব ঘটনার দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

টিআইবির রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহির সংকট বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও মামলাকে তিনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

রাঙ্গুনিয়াকে সূফিবাদী জনপদ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে এলাকা পিছিয়ে রয়েছে। তিনি চেয়ারের প্রতীক নিয়ে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক এ.কে.এম সাইফুদ্দীন মামুন, সহ-সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক জাফর আলম, উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান, সদস্য মুহাম্মদ আলমগীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ইসলামিক ফ্রন্ট প্রার্থী’র মতবিনিময় সভা- ‘বৃহত্তর সুন্নী জোট’র মনোনয়ন প্রত্যাশী আহমদ রেজা

রাঙ্গুনিয়ায় ইসলামিক ফ্রন্ট প্রার্থী’র মতবিনিময় সভা- ‘বৃহত্তর সুন্নী জোট’র মনোনয়ন প্রত্যাশী আহমদ রেজা

Update Time : 10:53:48 pm, Wednesday, 3 December 2025

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এম আহমদ রেজা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার একটি রেস্টুরেন্টে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)—এর সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে। জোটগতভাবে এখনো রাঙ্গুনিয়ায় মনোনয়ন দেয়া হয়নি। এম আহমদ রেজা নিজে জোটের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে, যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করবেন বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। গত দেড় দশকের জাতীয় নির্বাচনগুলো বিতর্কিত ছিল দাবি করে তিনি বলেন, জনগণ এবার একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চাইছে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে রাজনৈতিক অস্থিরতা, মাজার-খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, কবর জ্বালিয়ে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এসব ঘটনার দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

টিআইবির রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহির সংকট বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও মামলাকে তিনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

রাঙ্গুনিয়াকে সূফিবাদী জনপদ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে এলাকা পিছিয়ে রয়েছে। তিনি চেয়ারের প্রতীক নিয়ে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক এ.কে.এম সাইফুদ্দীন মামুন, সহ-সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক জাফর আলম, উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান, সদস্য মুহাম্মদ আলমগীর প্রমুখ।