চট্টগ্রাম 12:53 am, Friday, 5 December 2025
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা থেকে রাজানগর দিনজুড়ে জনতার ঢল

শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে সুন্দর সমাজ গড়তে চাই— ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, রাজানগর ও দক্ষিণ রাজানগরে দিনব্যাপী একাধিক গণসংযোগ, বার্ষিক সভায় অংশগ্রহণ ও উঠান বৈঠক করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চন্দ্রঘোনা বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচির সূচনা হয়।

সভায় তিনি বলেন, “শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি সুন্দর, আদর্শ সমাজ গড়ে তুলতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা জরুরি।”

বার্ষিক সভা শেষে তিনি রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আহ্বান জানান।

ডা. রেজাউল বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। আমাকে সুযোগ দিলে এ এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এনে দেব।”

এর পর তিনি দক্ষিণ রাজানগর খোরদেশতালুক এলাকায় আরও একটি উঠান বৈঠকে অংশ নেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা শুনে তিনি বলেন, “আপনাদের ভোটে জয়ী হলে দুর্নীতি, দলীয়করণ আর বৈষম্যের রাজনীতি বন্ধ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে সুন্দর সমাজ গড়তে চাই— ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা থেকে রাজানগর দিনজুড়ে জনতার ঢল

শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে সুন্দর সমাজ গড়তে চাই— ডা. এটিএম রেজাউল করিম

Update Time : 07:41:30 pm, Thursday, 4 December 2025

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, রাজানগর ও দক্ষিণ রাজানগরে দিনব্যাপী একাধিক গণসংযোগ, বার্ষিক সভায় অংশগ্রহণ ও উঠান বৈঠক করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চন্দ্রঘোনা বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচির সূচনা হয়।

সভায় তিনি বলেন, “শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি সুন্দর, আদর্শ সমাজ গড়ে তুলতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা জরুরি।”

বার্ষিক সভা শেষে তিনি রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আহ্বান জানান।

ডা. রেজাউল বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। আমাকে সুযোগ দিলে এ এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এনে দেব।”

এর পর তিনি দক্ষিণ রাজানগর খোরদেশতালুক এলাকায় আরও একটি উঠান বৈঠকে অংশ নেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা শুনে তিনি বলেন, “আপনাদের ভোটে জয়ী হলে দুর্নীতি, দলীয়করণ আর বৈষম্যের রাজনীতি বন্ধ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবো।