রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৯নং ওয়ার্ড খুরশেদতালুকে হুমাম কাদের চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে খুরশেদতালুক সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমির মোহাম্মদ টিপু।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল মেম্বার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এম. কামাল উদ্দিন মাস্টার।
জামিল মোহাম্মদ জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাইবার দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুচ তালুকদার, দক্ষিণ রাজানগর জিয়া মঞ্চের সভাপতি এডভোকেট মাসুদ করিম, চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইমরান হোসেন, মো. হাসান, মো. মিজান, দিদারুল আলম তালুকদার, মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. জাশেদ প্রমুখ।
বৈঠকে বক্তারা হুমাম কাদের চৌধুরীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 















