চট্টগ্রামের মীরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ‘অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম এর সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা দিদারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, তথ্যসেবা কর্মকর্তা অর্পনা মজুমদারসহ উপজেলা কর্মকর্তাবৃন্দ।
এই সময় উপজেলা বিভিন্ন ক্যাটাগরিতে সফল ৪ জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার যথাক্রমে সফল জননী নারী হিসেবে ফজিলতের নেছা, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে তানবিহা আফরোজ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে বিলকিস আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী ক্যাটাগরিতে তাহাছিনা আক্তার পেন্সিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















