মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় রাঙ্গুনিয়ায় চা শ্রমিকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন যুব স্কোয়াড রাইডার্স। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আগুনিয়া চা বাগানে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন আয়োজিত মেডিকেল ক্যাম্পে চা বাগানের ২৫টি পরিবারের প্রায় ১০০ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি শীতার্ত শ্রমিক পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করা হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন স্বাস্থ্য সহকারী ও সংগঠনের উপদেষ্টা কাজী মনসুর আহমেদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আগুনিয়া চা বাগানের ম্যানেজার মো. আলাউদ্দিন, যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক রাহিম, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মো. কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় চা শ্রমিকরা এমন মানবিক উদ্যোগের জন্য যুব স্কোয়াড রাইডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 



















