বন আইনের একটি মামলায় ২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আজিম। তিনি দক্ষিণ রাজানগর সোনারগাঁও এলাকার বাসিন্দা এবং মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বন আইনের মামলা নং ৯৯/১৭ (রাঙ্গুনিয়া) মূলে সাজাপ্রাপ্ত মোঃ আজিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার মধ্যরাতে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















