বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী রাঙ্গুনিয়া উপজেলার কোলাদা এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হাজী ওমর আলী ফাউন্ডেশন। মানবিক এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে পার্কভিউ হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক্স সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম। তার সঙ্গে আরও ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে রোগীদের চিকিৎসা দেন। সাধারণ চিকিৎসার পাশাপাশি অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, ডেন্টাল, হৃদরোগ ও শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেক অসহায় ও দরিদ্র মানুষ এদিন বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















