চট্টগ্রামের মিরসরাইয়ে ছড়া ও পাহাড় ভেঙে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান করেছে মিরসরাই উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ। বুধবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার। অভিযানে তাকে সহযোগিতা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার আলা উদ্দিন কাদের, চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুর রহমান ও জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
অভিযানের বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করছে এমন অভিযোগ পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালাই আমরা। অভিযানে দেখা যায় সেখানকার একটি ছড়া ও পাশের পাহাড় কেটে কৃষি জমিতে তিনটি বড় বালুর স্তুপ তৈরি করেছে অবৈধ বালু উত্তোলনকারীরা।
অভিযানকালে বালু উত্তোলনের সাথে যুক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও বালু তোলার কাজে ব্যবহার করা তিনটি ডিজেল চালিত যন্ত্র ধ্বংস করা হয়েছে। উত্তোলিত অবৈধ বালু কি করা হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব আমরা। পরিবেশ ধ্বংসকারী এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















