চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ হত্যার ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং খুনীদের দ্রুত বিচারের দাবীতে তার পরিবারের সংবাদ সম্মেলন । বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে বারইয়ারহাট পৌরসভাস্থ তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে।
এসময় নিহতের ছোট বোন ফারিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার ভাই তাহমিদকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। হাসান, হারুন, আবদুর রহমানকে আমরা সন্দেহ করছি।বর্তমানে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে। তাহলে পরিবারের সবাইকে শেষ করে দেয়া হবে। হত্যার ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। ঘর থেকে ডেকে নেয়া ব্যক্তি এবং স্বজন ও প্রতিবেশী কয়েকজন। এছাড়াও তাকে শরীরে সামনে এবং পেছনে যারা কুপিয়েছে সিসিটিভি ফুটেজ চেক করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা এবং বড় বোন আকলিমা। নিরাপত্তা ও ধৃত আসামীর বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা হীনতার বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি৷ তারূ নিরাপত্তা হীনতায় থাকলে আমরা আইনত সহায়তা প্রদান করবো।
ধৃত আসমীর রিমান্ডের বিষয়ে বলেন, এবিষয়ে বিজ্ঞ আদালতে এখমো শুনানি হয়নি। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বারইয়ারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মোঃ তাহিমদ উল্ল্যাহকে (১৮) দুস্কৃতিকারীরা কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















