রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী, আত্মউন্নয়মূলক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “মরিয়ম নগর যুব কল্যাণ সংস্থার” দুইদিন ব্যাপী বার্ষিক মিলনমেলা অনুষ্ঠানের শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হয়েছে। প্রথমদিন ড্রীম রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা এবং বিআইজেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল গফুর। প্রধান বক্তা ছিলেন সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষক ও কলামিস্ট কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।
সংস্থার সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী মোজাহিদুল ইসলাম, প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ফোরকান উদ্দিন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার সভাপতি, মোঃ হোসাইন উদ্দিন সাধারণ সম্পাদক এবং মোঃ আকবর আলী অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
পরে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করেন। এতে সহ সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, হোসেন মোবারক কিসলুকে সহ অর্থ সম্পাদক, মোঃ আব্দুল্লাহকে অফিস সম্পাদক, মোঃ আব্দুল কাদেরকে বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ এমদাদুল ইসলাম ও এডভোকেট মোঃ শাকিলকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
বার্ষিক মিলনমেলার দ্বিতীয় আগামীকাল ২০ ডিসেম্বর রাঙ্গামাটির পলওয়েল পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















