চট্টগ্রাম 11:10 pm, Friday, 19 December 2025

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন৷

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরের রাজবাড়ী রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে তিনি সীতাকুণ্ড নিয়ে তার লিখিত পরিকল্পনা উপস্থাপন করেছেন।

মাইনুল বলেন, সীতাকুণ্ড একটি পাহাড়-সমুদ্রে বেষ্টিত প্রকৃতির এক নৈসর্গিক ভূমি৷ দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। পাহাড়-সমুদ্র, বেড়িবাঁধ, পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত আধুনিক সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি৷

তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন৷ আপনাদের লিখনির মাধ্যমে আমার ইতিবাচক পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এটাই আমার প্রত্যাশা৷

সীতাকুণ্ডবাসীর আর্থসামাজিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সচ্ছ ও জবাবদিহি মূলক এবং শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠাই হবে আমার লক্ষ্য।

প্রশ্ন-উত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন ট্রাক মার্কার প্রার্থী মাইনুল ইসলাম। এবং তিনি আগামী জাতীয় নির্বাচনে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য মাইনুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাউথ কোরিয়ান কোম্পানিতে এডমিন ডিপার্টমেন্টে কর্মরত। চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে তিনি ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে। বর্তমানে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান তারেক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ও পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন৷

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিমধ্যেই ভিপি নূরের নেতৃত্বে তরুণরা আস্থাভাজন হয়ে উঠেছে। সীতাকুণ্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাইনুল ইসলাম রুবেল’কে ট্রাক মার্কায় ভোট দিয়ে সীতাকুণ্ডকে আগামীর সমৃদ্ধ ও টেকসই শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

Update Time : 11:08:10 pm, Friday, 19 December 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন৷

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরের রাজবাড়ী রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে তিনি সীতাকুণ্ড নিয়ে তার লিখিত পরিকল্পনা উপস্থাপন করেছেন।

মাইনুল বলেন, সীতাকুণ্ড একটি পাহাড়-সমুদ্রে বেষ্টিত প্রকৃতির এক নৈসর্গিক ভূমি৷ দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। পাহাড়-সমুদ্র, বেড়িবাঁধ, পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত আধুনিক সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি৷

তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন৷ আপনাদের লিখনির মাধ্যমে আমার ইতিবাচক পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এটাই আমার প্রত্যাশা৷

সীতাকুণ্ডবাসীর আর্থসামাজিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সচ্ছ ও জবাবদিহি মূলক এবং শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠাই হবে আমার লক্ষ্য।

প্রশ্ন-উত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন ট্রাক মার্কার প্রার্থী মাইনুল ইসলাম। এবং তিনি আগামী জাতীয় নির্বাচনে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য মাইনুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাউথ কোরিয়ান কোম্পানিতে এডমিন ডিপার্টমেন্টে কর্মরত। চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে তিনি ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে। বর্তমানে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান তারেক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ও পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন৷

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিমধ্যেই ভিপি নূরের নেতৃত্বে তরুণরা আস্থাভাজন হয়ে উঠেছে। সীতাকুণ্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাইনুল ইসলাম রুবেল’কে ট্রাক মার্কায় ভোট দিয়ে সীতাকুণ্ডকে আগামীর সমৃদ্ধ ও টেকসই শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা ।