বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত শহীদ ওসমান হাদী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এস এম রফিকুল মাওলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এক মহান শহীদের স্মরণে একত্রিত হয়েছি। শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা সংগ্রামে নিজের অমূল্য জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন সাহস, দেশপ্রেম ও আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মতো অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য শুধু একটি অর্জন নয়, বরং একটি মহান দায়িত্ব।
বক্তব্যের শেষে তিনি শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ তানভীর মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ ওসমান হাদীসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















