চট্টগ্রাম 10:48 pm, Monday, 22 December 2025
অবৈধ জাল ও অনিরাপদ নৌযানে ঝুঁকিতে উপকূলের জেলেরা

সন্দ্বীপে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সেমিনার

অবৈধ জাল ব্যবহার বন্ধ করে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষার দাবিতে সন্দ্বীপে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “অবৈধ জালের ব্যবহার বন্ধ করে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) ও কোস্ট ফাউন্ডেশনের অংশীদারিত্বে পরিচালিত সিসিআর প্রকল্প। এতে সহায়তা দেয় ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। সভাপতিত্ব করেন এসডিআই-এর সিনিয়র পরিচালক উন্নয়ন মো. আশরাফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসিন আলম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, সন্দ্বীপ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, মৎস্য অফিসের প্রতিনিধি মঈনুল ইসলাম ও ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব কুমার সরকার।

এ ছাড়া বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম,  সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, সহ  জেলে প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, কারেন্ট জাল ও নিষিদ্ধ সূক্ষ্ম ফাঁসের জাল নদী ও সাগরের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে রেণু পোনা ও মা মাছ ধ্বংস হয়ে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। তবে দারিদ্র্য, ঋণ ও বিকল্প আয়ের সুযোগ না থাকায় জেলেরা বাধ্য হয়ে এসব জাল ব্যবহার করছেন বলেও তারা উল্লেখ করেন।

সেমিনারে অবৈধ জাল বন্ধের পাশাপাশি জেলেদের জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রস্তাবের মধ্যে ছিল—অভিযানকালীন চালের পাশাপাশি নগদ সহায়তা, সকল জেলেকে তালিকাভুক্ত ও তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, মাছ প্রক্রিয়াজাতকরণ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং ক্ষুদ্র ব্যবসায় সম্পৃক্তকরণ।

এ ছাড়া উপকূলীয় নৌযানে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, জিপিএস, রেডিও যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী নিশ্চিত করার পাশাপাশি নৌ-ঘাটে সিগন্যাল বাতি স্থাপনের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নদী ও সাগরের জীববৈচিত্র্য রক্ষা মানে জেলেদের জীবন রক্ষা। এ জন্য অবৈধ জাল বন্ধ, বিকল্প জীবিকা, নৌযানে নিরাপত্তা সামগ্রী এবং নৌ-ঘাটে সিগন্যাল বাতির ব্যবস্থা একসঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অবৈধ জাল ও অনিরাপদ নৌযানে ঝুঁকিতে উপকূলের জেলেরা

সন্দ্বীপে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সেমিনার

Update Time : 10:45:18 pm, Monday, 22 December 2025

অবৈধ জাল ব্যবহার বন্ধ করে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষার দাবিতে সন্দ্বীপে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “অবৈধ জালের ব্যবহার বন্ধ করে নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) ও কোস্ট ফাউন্ডেশনের অংশীদারিত্বে পরিচালিত সিসিআর প্রকল্প। এতে সহায়তা দেয় ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। সভাপতিত্ব করেন এসডিআই-এর সিনিয়র পরিচালক উন্নয়ন মো. আশরাফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসিন আলম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, সন্দ্বীপ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, মৎস্য অফিসের প্রতিনিধি মঈনুল ইসলাম ও ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব কুমার সরকার।

এ ছাড়া বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম,  সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, সহ  জেলে প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, কারেন্ট জাল ও নিষিদ্ধ সূক্ষ্ম ফাঁসের জাল নদী ও সাগরের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে রেণু পোনা ও মা মাছ ধ্বংস হয়ে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। তবে দারিদ্র্য, ঋণ ও বিকল্প আয়ের সুযোগ না থাকায় জেলেরা বাধ্য হয়ে এসব জাল ব্যবহার করছেন বলেও তারা উল্লেখ করেন।

সেমিনারে অবৈধ জাল বন্ধের পাশাপাশি জেলেদের জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রস্তাবের মধ্যে ছিল—অভিযানকালীন চালের পাশাপাশি নগদ সহায়তা, সকল জেলেকে তালিকাভুক্ত ও তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, মাছ প্রক্রিয়াজাতকরণ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং ক্ষুদ্র ব্যবসায় সম্পৃক্তকরণ।

এ ছাড়া উপকূলীয় নৌযানে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, জিপিএস, রেডিও যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী নিশ্চিত করার পাশাপাশি নৌ-ঘাটে সিগন্যাল বাতি স্থাপনের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নদী ও সাগরের জীববৈচিত্র্য রক্ষা মানে জেলেদের জীবন রক্ষা। এ জন্য অবৈধ জাল বন্ধ, বিকল্প জীবিকা, নৌযানে নিরাপত্তা সামগ্রী এবং নৌ-ঘাটে সিগন্যাল বাতির ব্যবস্থা একসঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান তারা।