চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
নিহতরা হলেন, মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনী জান্নাত (৫)। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরী ও রাঙ্গুনিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মোহাম্মদ কায়েস আহম্মেদ, মনসুর, মইনুল আহম্মেদ, এসকান্দর, শিরীন আক্তার ও সংজি—এই ছয়জনের মালিকানাধীন বিভিন্ন পরিমাপের ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রাঙ্গুনিয়ার কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুঃখজনকভাবে আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরে থাকা দুইজনের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















