আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (২২ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বিস্তারিতভাবে ধারণা তুলে ধরা হয়। একই সঙ্গে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ, প্রবেশ ও বাহিরের ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তারা ভোটকেন্দ্র সমূহের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সীতাকুণ্ড উপজেলায় শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















