চট্টগ্রাম 11:18 pm, Thursday, 25 December 2025

মীরসরাইয়ে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা’২৫ এর ফলাফল ঘোষণা

চট্টগ্রামের মীরসরাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেতু”র উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজিত “সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা -২০২৫” এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সেরা সাত (০৭) জন কে ট্যালেন্টপুল গ্রেডে এবং সাধারণ গ্রেডে ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত সহ মোট ৪০ জন শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক কমিটির সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক বাবু রাজেষ বড়ুয়া।

ট্যালেন্টপুল গ্রেডে প্রথম স্থান অর্জন করেন সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা আজমাইন। দ্বিতীয় স্থান অধিকার করেন সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ হুমায়রা। তৃতীয় স্থান অধিকার করেন গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফিয়া আহমেদ। চতুর্থ পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়ার শিক্ষার্থী তাজিয়াত জাহান ইসমিতা, পঞ্ম স্থান মধ্য মায়ানীর শিক্ষার্থী এম সাইফুল্লাহ, ষষ্ঠ স্থান দক্ষিণ হাইতকান্দি চৌধুরীপাড়ার শিক্ষার্থী নওশীন হোসাইন নিদী, সপ্তম স্থান উত্তর ওয়াহেদপুর সপ্রাবির শিক্ষার্থী ঐন্দ্রিলা দাশ।

মেধা অনুসারে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেন যথাক্রমে সূর্য বড়ুয়া, আরিয়ানা নূদরাত, মোছাম্মদ ফাতেমা জান্নাত, তাসনিম, তাফাননুম আতিকা হক, আবদুল বারেক,ফারহা জাহিন আতিকা, রায়হানুল ইসলাম জিহান, নুসাইবা আলম,নাফিসা নাওয়াল তাঈফা, অরুনিমা বড়ুয়া, আইমান নায়েফ, শায়নীকা বড়ুয়া, ইমতিয়াজ আহম্মেদ, ছামিয়া মোস্তফা, রোকসানা রাহিম,প্রদীপ্ত দেব নাথ, বিথী রাণী দেবী, পূজা ভৌমিক, নুছরাত জাহান, ফাহাদ মাহমুদ, ঊর্মিলা কর্মকার, তাকছিন তাহাছিন, হুমায়রা মারিয়াম,সত্যজিত বড়ুয়া, পূর্ণতা দাশ, কাউছার উদ্দিন, মোছাম্মৎ ফাবিহা রুষজ চৌধুরী, ত্রিভূমী দাশ, নাজনীন সুলতানা, হিমন বড়ুয়া, আসপিয়া জান্নাত, রিমন বড়ুয়া।

আয়োজকরা জানান,এই বৃত্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে হওয়াতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও সরকারি বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে উল্লেখযোগ্য সহযোগিতা করেছে। শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছে এবং নিজ নিজ ত্রুটি সমূহ সংশোধনের সুযোগ সৃষ্টি হয়েছে।

মেধা ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক বাবু স্বর্ণকমল বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া, সভাপতি বাবু সৈকত বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু হৃদয় বড়ুয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ। গত ২৯ নভেম্বর উপজেলার ১৩ নং মায়ানী, ১৪ নং হাইতকান্দি, ১৫ নং ওয়াহেদপুর এবং ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে “ক্লিন বাংলাদেশ” এর পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কার্যক্রম

মীরসরাইয়ে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা’২৫ এর ফলাফল ঘোষণা

Update Time : 07:58:25 pm, Thursday, 25 December 2025

চট্টগ্রামের মীরসরাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেতু”র উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজিত “সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা -২০২৫” এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সেরা সাত (০৭) জন কে ট্যালেন্টপুল গ্রেডে এবং সাধারণ গ্রেডে ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত সহ মোট ৪০ জন শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক কমিটির সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক বাবু রাজেষ বড়ুয়া।

ট্যালেন্টপুল গ্রেডে প্রথম স্থান অর্জন করেন সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা আজমাইন। দ্বিতীয় স্থান অধিকার করেন সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ হুমায়রা। তৃতীয় স্থান অধিকার করেন গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফিয়া আহমেদ। চতুর্থ পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়ার শিক্ষার্থী তাজিয়াত জাহান ইসমিতা, পঞ্ম স্থান মধ্য মায়ানীর শিক্ষার্থী এম সাইফুল্লাহ, ষষ্ঠ স্থান দক্ষিণ হাইতকান্দি চৌধুরীপাড়ার শিক্ষার্থী নওশীন হোসাইন নিদী, সপ্তম স্থান উত্তর ওয়াহেদপুর সপ্রাবির শিক্ষার্থী ঐন্দ্রিলা দাশ।

মেধা অনুসারে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেন যথাক্রমে সূর্য বড়ুয়া, আরিয়ানা নূদরাত, মোছাম্মদ ফাতেমা জান্নাত, তাসনিম, তাফাননুম আতিকা হক, আবদুল বারেক,ফারহা জাহিন আতিকা, রায়হানুল ইসলাম জিহান, নুসাইবা আলম,নাফিসা নাওয়াল তাঈফা, অরুনিমা বড়ুয়া, আইমান নায়েফ, শায়নীকা বড়ুয়া, ইমতিয়াজ আহম্মেদ, ছামিয়া মোস্তফা, রোকসানা রাহিম,প্রদীপ্ত দেব নাথ, বিথী রাণী দেবী, পূজা ভৌমিক, নুছরাত জাহান, ফাহাদ মাহমুদ, ঊর্মিলা কর্মকার, তাকছিন তাহাছিন, হুমায়রা মারিয়াম,সত্যজিত বড়ুয়া, পূর্ণতা দাশ, কাউছার উদ্দিন, মোছাম্মৎ ফাবিহা রুষজ চৌধুরী, ত্রিভূমী দাশ, নাজনীন সুলতানা, হিমন বড়ুয়া, আসপিয়া জান্নাত, রিমন বড়ুয়া।

আয়োজকরা জানান,এই বৃত্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে হওয়াতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও সরকারি বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে উল্লেখযোগ্য সহযোগিতা করেছে। শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছে এবং নিজ নিজ ত্রুটি সমূহ সংশোধনের সুযোগ সৃষ্টি হয়েছে।

মেধা ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক বাবু স্বর্ণকমল বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া, সভাপতি বাবু সৈকত বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু হৃদয় বড়ুয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ। গত ২৯ নভেম্বর উপজেলার ১৩ নং মায়ানী, ১৪ নং হাইতকান্দি, ১৫ নং ওয়াহেদপুর এবং ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।