আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্থানীয়দের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ডিসেম্বর) বিকেলে লালানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উত্তর রাঙ্গুনিয়া স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
ইউএনও নাজমুল হাসান তাঁর বক্তব্যে বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থাকবে। ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনো ধরনের ভয়ভীতি, প্রলোভন বা অনিয়ম ছাড়াই সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হানিফ। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















