রাঙ্গুনিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, উপজেলা এনসিপির সভাপতি রাশেদুল আলম চৌধুরীসহ ১২ দলীয় ঐক্য জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং এ ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















