রাঙ্গুনিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই হেভিওয়েট প্রার্থীসহ একাধিক প্রার্থী প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের হাতে মনোনয়ন ফরম জমা দেন।সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এদিন সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়ন ফরম জমা দেন।
এরপর দুপুরে ১২ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন।
এছাড়াও একই দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এদিকে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এডভোকেট ইকবাল হাছানও সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়ন ফরম জমা করেছেন।
মনোনয়ন জমাকে ঘিরে নির্বাচন কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















