রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী মাইজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক হলেন মোঃ আবু তাহের, আবু মোহাম্মদ, মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাঈল ও মোঃ ইসরাঈল। তারা সকলেই মৃত হাসমত আলীর সন্তান। আনুমানিক ৫০x০০ ফুট পরিমাপের একাধিক কক্ষবিশিষ্ট এসব কাঁচা বসতঘর ও সংযুক্ত রান্নাঘর আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জসিম উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
উল্লেখ্য, এ নিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় টানা তিন দিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















