হাটহাজারীতে উন্নয়ন সংস্থা ঘাসফুলের শিশু, কিশোর -কিশোরী, যুব ও প্রবীনদের অংশ গ্রহনে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার( ৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন( পিকে এস এফ) এর সহযোগিতায় ঘাসফুল এর বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের বিচারক ছিলেন যথাক্রমে মাস্টার মোহাম্মদ জহির উদ্দিন, চৌধুরী সাহাব উদ্দিন, মোঃ রাসেদ সিকদার, মোঃ লিয়াকত সিকদার, নুর মোহাম্মদ ও নূরুল হক।
ছিপাতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুলের ইউনিয়ন ব্যবস্হাপক মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন চৌধুরী সাহাব উদ্দিন, সাংবাদিক কে এম ইউসুফ, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ কাসেম সিকদার প্রমূক।উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















