রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট প্রিমিয়ার লীগ (এম.পি.এল) ১০ম আসরের উদ্বোধন হতে যাচ্ছে। শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর রাঙ্গুনিয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।
প্রতিবারের ন্যায় এবারও টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় পাশে থাকবে জান মুহাম্মদ পাড়ার সামাজিক সংগঠন “আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি”।
এর আগে লটারীর মাধ্যমে রাঙ্গুনিয়া থেকে নাম জমা দেওয়া খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করে এমপিএল পরিচালনা কমিটি। এছাড়াও এবারের টুর্নামেন্টকে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালনা কমিটি।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








