বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২ জানুয়ারী) সন্ধায় কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরে উক্ত প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক সম্পাদক ইব্রাহিম শহীদ মানিক,কাপ্তাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব লোটাস ভট্টাচার্য, কর্ণফুলী হরি মন্দিরের পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য, মন্দিরের কার্যকরী সভাপতি রতন কুমার মল্লিক, চন্দ্রঘোনা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি দীপু মল্লিক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন, পূজা ফ্রন্ট যুগ্ন আহবায়ক বটন মল্লিক, সদস্য রুবেল দেব, দয়াল হরি শীল, চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছোটন কুমার মল্লিক, কেপিএম মন্দিরের সদস্য খোকন মল্লিক, মন্টু মল্লিক বদন মল্লিক, সুধীর মল্লিক, বাবুল মল্লিক, শিপু মল্লিক, নিপু মল্লিক, বসু মল্লিক প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী। তিনি আজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। উনার মৃত্যুতে বাংলাদেশ আজ শোকাহত। সকল ধর্মের মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি। উনার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের আর্শীবাদ কামনা করা হয়।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 








