আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে খতমে কুরআনে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ। শোকাহত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণ করছেন আপসহীন দেশনেত্রীকে।
সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি)9 বাদ জুমা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। মসজিদের খতিব মাওলানা মামুনুল হক দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
এদিকে সীতাকুণ্ড পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে খতমে কুরআনে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আসর সীতাকুণ্ড এল কে সিদ্দিকী স্কয়ারে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহবায়ক ডঃ কমল কদর, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মোরছালিন, উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা ইউসুফ নিজামী, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ছালে আহমাদ ছলু, সাবেক ছাত্রনেতা ও পৌরসভা বিএনপি’র সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন , সীতাকুণ্ড পৌরসভার ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম বাবলু, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়াউদ্দিন জিয়া , সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা মুজাহের উদ্দিন আশরাফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 








