জমজমাট আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলার সর্ববৃহৎ দিবারাত্রি শর্টফিস ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রকস্টার ফ্যামিলির উদ্যোগে হোছনাবাদ শমসেরপাড়া মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ভয়েজ অব চিটাগং দলকে পরাজিত করে ১৩তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিরসরাই দূর্বার ক্রীড়া সংঘ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার নুরুচ্ছাফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী আবু নাছের টিপু। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ ইমাম চৌধুরী। শাহরিয়ার এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিম ইকবাল চৌধুরী, ডা. বদিউল আলম, মীর লোকমান হাকীম, সোহেল রানা, এস এম নঈম, আবু তালেব, শামসুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টে বিভিন্ন নৈপুণ্য প্রদর্শনের জন্য একাধিক ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে জমকালো আতশবাজি প্রদর্শনী করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















