চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খেজুর গাছে হাড়ি বসানো নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত সামশুল আলম (৫৫) স্থানীয় মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ছালে আহমদের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে তিনি খেজুর গাছে হাড়ি বসানোর কাজ করছিলেন। এ সময় গাছের কিছু ডালপালা নিচে পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী মো. ইউসুপের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে মো. ইউসুপ ধারালো দা দিয়ে সামশুল আলমের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















