চট্টগ্রামের মিরসরাইয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শহীদ মুজাহিদ স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫ নং ওসমানপুর ইউনিয়নকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন।
মিতালী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই সমানতালে লড়াই করে। শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে মিরসরাই সদর ইউনিয়ন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
মিতালী ক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা নুরুল ইসলাম প্রোপার্টিজের স্বত্বাধিকারী এহসানুল করীমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, পৌর আমীর মাওলানা শিহাব উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আলী আজগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা গোল স্কোরার নির্বাচিত হয়েছেন শামীম ও আরফান। ব্যক্তিগত পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বেস্ট প্লেয়ার) নির্বাচিত হন শামীম। এছাড়া গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যৌথভাবে সেরা গোলকিপারের পুরস্কার জিতেন মাসুম ও আনোয়ার। স্থানীয় ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় টুর্নামেন্টের সমাপনী দিনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















