চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আমানি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নম্বর বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমানি মসজিদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমানি ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম জন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাবর উদ্দিন।
বিশেষ অতিথি ও বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। আমানি ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি চারু মিল্লাত, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রোবেল, সন্দ্বীপ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হেলাল উদ্দিন, শামীম উদ্দিন, জামশেদ উদ্দিন, আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 

















