‘দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে সীতাকুণ্ড উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম সম্পন্নে অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ ইউনূস, মাক্সডক এমডিভি সুপারভাইজার মোঃ মুক্তার উদ্দীন, মাক্সডক এমডিভি ফিল্ড সুপারভাইজার মোঃ রুবায়েত রহমান রাবি।
এসময় তারা জলাতঙ্ক রোগ ও কুকুরকে টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন। আলোচনায় স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১৪-১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনব্যাপী সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে সকাল হতে দুপুর পর্যন্ত বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলাকে জলাতঙ্কমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















