জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ইং এ রাঙ্গুনিয়ায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মাদ্রাসার শিক্ষার্থী, গভর্নিং বডি ও শিক্ষক পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রভাষক মাওলানা আজগর আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, উপাধ্যক্ষ এবিএম কুতুব উদ্দীন, প্রধান আদিব শফিকুল কাদের তালুকদার, প্রধান ফকিহ মুফতি মাহমুদুল হাসান, প্রধান মুফাসসির মাওলানা আবদুর শহীদ ও প্রধান মুহাদ্দিস আনিসুল মোস্তাফা।
বক্তারা বলেন, মীর জাহাঙ্গীর একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মাদ্রাসা ও রাঙ্গুনিয়ার গর্ব।
সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এর আগেও তিনি ২০১৮ ও ২০১৩ এ দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















