চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সংসদ নির্বাচন’২৬ ও গণভোটে আচরণবিধিসহ সার্বিক বিষয় অবহিতকরণ সভায় ২৭৮ নং চট্টগ্রাম – ১ (মিরসরাই) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান অভিযোগ করে বলেন, পুলিশ গ্রাম পাড়া মহল্লায় যেভাবে নিরীহ সাধারণ মানুষদেরকে বিনা ওয়ারেন্ট গ্রেফতার করছে এতে ভয়ে আতংকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী ভোটের দিন ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা দেখা দিয়াছে”।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির,
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ফেরদৌসী, বিজিবি রামগড় জোনের সিও গোলাম মোস্তফা, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক, আনসার ব্যাটেলিয়ানের কমান্ডার ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম- ১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড.ছাইফুর রহমান। জাতীয় পাটির সৈয়দ শাহাদাত হোসেন,
জাতীয় সমাজতান্ত্রিক দলের এড.এ কে এম আবু ইউসুপ তালুকদার, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রকল্প কর্মকর্তা মো: ইসমাইল, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ প্রমুখ।
সভায় সকল প্রার্থীদেরকে নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি পড়ে শুনানো হয়। সকল দলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা ও নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালোনোর জন্য অনুরোধ জানানে হয়। উক্ত সভায় বিএনপির মনোনীত প্রার্থী
নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ নাহয় সেলক্ষ্যে সবাইকে একযোগে ক্জ করতে হবে। নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে ভোটার উপস্থিতির হার অবশ্যই বাড়াতে হবে। ভোটাররা যাতে নির্ভিগ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেই পরিবেশ চাই। ভয় ভীতি আতংকে ভোটার উপস্থিতি কম হতে পারে এমন পরিবেশ বর্তমানে বিরাজ করছে। নির্বাচনের মাত্র এক মাস বাকী অথচ এখনো পুলিশী হয়রানী বন্ধ হচ্ছে না।
এই বিষয়ে মিরসরাই থানা অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, আমরা সঠিক অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করিনা। যারাই আসামী যাদের বিরুদ্ধে গ্রেফতারী ফরোয়ানা আছে তাদেরকে গ্রেফতার করছি। নিরীহ মানুষকে নয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















