৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ইং এর চট্টগ্রাম জেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম শহরের কলিজিয়েট স্কুল এন্ড কলেজকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিদ্যালয়টি। কলিজিয়েট স্কুল শুরুতে ব্যাটিং করে ৪৪ রানে অলআউট হয়। ৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে হারিয়ে ৯ উইকেটে জয়ী হয় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়।
এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রাম জেলা পর্যায়ে ভলিবল খেলায় চ্যাম্পিয়ন মিরসরাই উপজেলার প্রতিনিধিত্ব করা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পর্যায়েও মিরসরাইয়ের নাম উজ্জ্বল করেছে আমাদের বিদ্যালয়ের ছেলেরা। গতবছর গুলোতেও এমন অর্জন ছিল। আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম বলেন, ভলিবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি উপজেলায় অনেক বৈষম্যের শিকার হয়। তারপরও আমরা আমাদের ছেলেদের মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা করেছি। আমাদের ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক স্যারের তত্ত্বাবধানে ও সবার আন্তরিকতায় আমরা আজ এতো টুকু। আশা করি আগামীতে আরও ভালো অবস্থানে যাবে আমাদের টিম।
মিরসরাই কে এম উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলায় ভলিবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন
-
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি - Update Time : 06:13:22 pm, Tuesday, 13 January 2026
- 6 Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















