শিক্ষার্থীদের শিক্ষার পথে সহায়তা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের আয়োজনে মীরসরাইতে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত ৩৮০ জন শিক্ষার্থীর মাঝে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মুজিবুল হক এর সঞ্চলনায় উক্ত স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষীকা ফখরের জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াজ হোসেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















