চট্টগ্রামের মিরসরাই ছাত্র -জনতার গণঅভ্যুত্থান পরবর্তী “তারুণ্যের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মিরসরাইয়ের মহামায়া লেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন, সংস্কার, টেকসই উন্নয়ন, কারিগরি শিক্ষা, পর্যটন ও দেশ নিয়ে নানাবিধ প্রশ্নের জবাব দেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মিরসরাই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
উন্মুক্ত মঞ্চে খোলা আকাশের নীচে নানা ধরনের ফেস্টুনে লিখা ছিল ‘এই ভোট আমাদের ভবিষ্যত এই প্রশ্ন আমাদের’। ‘তারুণ্যের কন্ঠে আগামির রাষ্ট্র চিন্তা’। ‘শিক্ষার্থীদের কন্ঠেই গড়ে উঠুক আগামীর মিরসরাই’। প্রার্থী সকল প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, সবার সহযোগীতায় তারেক রহমানের রাষ্ট্র চিন্তার বাস্তবতার আলোকে আধুনিক মিরসরাই গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজ আহমদ চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, নজরুল গবেষক ড. কামাল উদ্দিন, বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজী, শহিদুল ইসলাম স্বপনসহ প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















