ওয়ার্ল্ড ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর একটি প্রতিনিধিদল গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে স্মার্ট (SMART) প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় একটি পরিদর্শন ও ভিজিট কার্যক্রম সম্পন্ন করেন।
ওয়ার্ল্ড ব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে এবং ইপসার বাস্তবায়নে পরিচালিত স্মার্ট প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ জন প্লাস্টিক রিসাইকেলার প্রত্যক্ষভাবে উপকৃত হবেন, যা নগর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিজিটের অংশ হিসেবে প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা করেন। সভায় পুরো সিটি কর্পোরেশন এলাকার ৪১ টি ওয়ার্ডে স্মার্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সরাসরি সহযোগিতা, দিকনির্দেশনা ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জনাব প্রনব কুমার শর্ম্মা বলেন,
“স্মার্ট প্রকল্প পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ। প্লাস্টিক রিসাইকেলারদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেলে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
ভিজিট চলাকালে প্রতিনিধিদল প্রকল্পের আওতাধীন এবং সম্ভ্যাব্য বিভিন্ন সুবিধাভোগী প্লাস্টিক রিসাইকেলারদের কারখানা পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা বোঝার লক্ষ্যে হালিশহরের মনসুর মার্কেটে প্লাস্টিক রিসাইকেলারদের অংশগ্রহণে একটি কমিউনিটি কনসালটেশন সভা আয়োজন করা হয়। সভার মাধ্যমে কমিউনিটিতে কিভাবে কাজ করলে পরিবেশবান্ধব উপায়ে ব্যবসায় সম্প্রসারণ ও লাভজনক করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।
স্মার্ট প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান, রিসাইকেলারদের জীবিকায়ন এবং নগর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট পরিদর্শকগণ।
প্রেস বিজ্ঞপ্তি 


















